পদ্মায় ধরা পড়ল ১৬ কেজি ওজনের বাঘাইড় মাছ

দৈনিক চারঘাট ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি ১৯ হাজার ২শ টাকায় বিক্রি হয়েছে।
রোববার ভোরের দিকে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। ওই জেলে জানান, তার সঙ্গীদের নিয়ে তিনি শনিবার রাতে পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও মাছ ধরা পড়ে না। পরে রোববার ভোরের দিকে জালে একটি বাঘাইড় মাছ আটকা পড়ে।
তখন মাছটি নদী থেকে তুলে বিক্রির জন্য দৌলতদিয়ার দুলাল মিয়ার আড়তের মাছ বাজারে নিয়ে যাই। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ২শ টাকা কেজি দরে ১৯ হাজার ২শ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে মাছটি বিক্রি করে দেই।
এ বিষয়ে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা যুগান্তরকে বলেন, সকালের দিকে দুলাল মিয়ার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে বাঘাইড় মাছটি ১ হাজার ২শ টাকা কেজি দরে ১৯ হাজার ২০০ টাকায় কিনে নিয়েছি। মাছটি নদীর কিনারে রাখা হয়েছে।