মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা এখন থেকে দেশটির স্থানীয় শ্রমিকদের মতোই সোশ্যাল বেনিফিট ও সোশ্যাল প্রটেকশন সুবিধা পাবেন।
বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকালে দেশটির প্রতিনিধিদলের সঙ্গে ডেলিগেশন লেভেল বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।