জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির তিন দিনব্যাপী ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে।
শনিবার (১৬ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী আগামী ১৮ আগস্ট পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।
প্রদর্শনীতে রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের আলোকচিত্র, শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নানান নির্যাতনের ছবি, প্রতিকী আয়নাঘরসহ স্বৈরাচারি সরকারের ব্যঙ্গাত্মক নানা ছবি ঠাইঁ পেয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের অফিস সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, জুলাই বিপ্লব শুরু হয়েছে মূলত দেশের ক্যাম্পাসগুলো থেকে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম।
জুলাইয়ের শহীদদের স্মরণে এবং নতুন স্বাধীনতার চেতনাকে ধারণ করতে রাবি শিবিরের তিনদিন ব্যাপী এই আয়োজন। জুলাইকে ধারণ করে এ বিশ্ববিদ্যালয়ের যে এই অপ্রতিরোধ্য যাত্রা তা শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে জুলাই কি আবার নতুন করে ধারণ করতে শেখাবে। আমরা এই চেতনাকে যতদিন ধারণ করবো ততদিন বাংলাদেশের উপর অন্য কোনো শক্তি মাথা চাড়া দিতে পারবে না।
রাবি ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, জুলাইকে বাঁচিয়ে রাখতে আমাদের এই সাংস্কৃতিক ফেস্টের আয়োজন। তিন দিনব্যাপী চলবে আমাদের এই সাংস্কৃতিক ফেস্ট। এই ফেস্টের মাধ্যমে আমরা স্বৈরাচারী সময়ের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে চেয়েছি। এজন্যই মূলত ফ্যাসিস্ট কর্নার, প্রতিকী আয়নাঘর, রাবি ছাত্রলীগের সোনালী সময়গুলো শীর্ষক কর্ণারে তাদের অপকর্মের ছবিগুলো তুলে ধরেছি।