দৈনিক চারঘাট রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে চারঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপি সহ-সভাপতি আকবর আলী সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মুরাদ পাশা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, চারঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ওবাইদুল হক মিতুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান, তিতাস, হৃদয়সহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, চারঘাট পৌর বিএনপি, উপজেলা ছাত্রদল, পৌর যুবদল, ছাত্রদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে যারা ধ্বংস করতে ৫ আগষ্টের পর দখল দারিত্ব ও সন্ত্রাসী কার্যকলাম সৃষ্টি করছে তারা বিএনপির কেউ নয়। বিএনপির নেতাকর্মীরা সব সময় শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে রাজনীতি করে।
গত ১৭ বছর স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররায় আজ এমন কর্মকান্ড ঘটিয়ে বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তাই সকল নেতাকর্মীদের প্রতি ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও সুস্থতা কামনার জন্য দোয়া করা হয় এবং বিগত আন্দোলনে বিভিন্ন স্তরের নেতাকর্মী নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।