অস্ট্রেলিয়ার ডারউইনে পাকিস্তান শাহিনসের বিপক্ষে টপ এন্ড টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ব্যাটিং ধসে বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ ‘এ’ দল।
২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভার শেষে ১ উইকেটে ৯২ রান তুলে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল নুরুল হাসানদের দল। কিন্তু অষ্টম ওভারের প্রথম বল থেকেই শুরু হয় ধস—পরের ১০ ওভারে হারায় ৯ উইকেট, অলআউট ১৪৮ রানে।
বাংলাদেশের ইনিংসে সাইফ হাসান ৩২ বলে ৫৭ ও জিশান আলম ১৭ বলে ৩৩ রান করেন। বাকিদের কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। অধিনায়ক নুরুল হাসান করেন ১৬ বলে ২২ রান। পাকিস্তানের হয়ে সাদ মাসুদ নেন ৩ উইকেট, মোহাম্মদ ওয়াসিম নেন ২ উইকেট।
এর আগে প্রথম তিন ব্যাটসম্যানের ফিফটিতে ভর করে পাকিস্তান শাহিনস ২০ ওভারে তোলে ২২৭/৪। ইয়াসির খান ৬২, খাজা নাফি ৬১ এবং আবদুল সামাদ অপরাজিত ৫৬ রান করেন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ, মাহফুজুর রহমান ও রাকিবুল হাসান একটি করে উইকেট নেন।
বাংলাদেশ ‘এ’ দল আগামী ১৬ আগস্ট নেপাল জাতীয় দলের বিপক্ষে খেলবে। সেমিফাইনালের আগে মোট ৬টি ম্যাচ খেলবেন নুরুলরা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান শাহিনস – ২০ ওভারে ২২৭/৪
বাংলাদেশ ‘এ’ – ১৬.৫ ওভারে ১৪৮
ফল – পাকিস্তান শাহিনস ৭৯ রানে জয়ী।