

বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান এই শ্লোগান সামনে রেখে ভারতে মহানবী হজরত মহাম্মদ সাঃ ও তার সহধমিনী হজরত আয়েশা সিদ্দিকা (রাঃ)কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখ্যপাত্র নুপুর শর্মাসহ অবমাননাকার মন্তেব্য করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চারঘাট উপজেলার সর্বস্তরের র্ধমপ্রান মুসলিম জনতার উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুন) বিকেল সাড়ে চারটায় চারঘাট উপজেলার সারদা ট্রাফিক মোড়ে সমাজসেবক মাসুদ রানার নেতৃত্বে রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব আলী, সাবেক পুলিশ কর্মকর্তা মকসেদ আলী মন্টু, কাউন্সিলর কাজী নাজমুল হাসান, সারদা গৌরশহরপুর জামে মসজিদ পেশ ইমাম মোশারফ হোসেনসহ বিভিন্ন জামে মসজিদের ইমাম ও মুসলিম ধর্মপ্রান জনতা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন মুখ্যপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দল কর্তৃক মহানবী হজরত মহাম্মদ( সাঃ )কে অবমাননাকার করায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।

দৈনিক চারঘাট ইউটিউব চ্যানেলে SUBSCRIBE করুন।