
দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান শপ আপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অভ্যন্তরীণ কার্যক্রম বাড়াতে বেশ কিছু লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নামঃ শপ-আপ (মোকাম লিমিটেড)
পদঃ এস.আর
খালি পদঃ ৪ জন
চারঘাট উপজেলায় ২ জন ও বাঘা উপজেলায় ২ জন।

শিক্ষাগত যোগ্যতাঃ সর্বনিম্ন এসএসসি পাস।
কাজের ধরণঃ সেলস এবং মার্কেটিং
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শুধু মাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।
শেষ সময়ঃ ২৪ জানুয়ারি ২০২২ইং
যোগাযোগঃ
মিনহাজ হোসেন বাপ্পি
রাজশাহী ব্রাঞ্চ
০১৭৮৯-৭৪৩-৪৪৫
ঠিকানাঃ তালাইমারি শহীদ মিনার, প্রভাত স্কুলের পাশে, রাজশাহী

দৈনিক চারঘাট ইউটিউব চ্যানেলে SUBSCRIBE করুন।