
সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার ১১টায় নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি চারঘাট পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী,আলোচনা সভা,সম্মাননা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি সভাপতি ইউপি মহিলা কাউন্সিলর তামিয়ন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র একরামুল হক।
এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব মোহাম্মদ রবিউল হক, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, আমির হোসেন,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু। শেষে কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মেয়র একরামুল হক।


দৈনিক চারঘাট ইউটিউব চ্যানেলে SUBSCRIBE করুন।