
চারঘাট সদরের হঠাৎ পাড়ায় স্ত্রীকে ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়েছে স্বামী।
ঘটনাসূত্রে জানাযায়, ১২ আগস্ট শুক্রবার সন্ধ্যায় স্বামী জুয়েল (২৮) এর সাথে স্ত্রী মুখলেছা খাতুন (২০) এর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী জুয়েল তার স্ত্রী মুখলেছাকে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

ছুরির আঘাতে স্ত্রীর গলার উপরের অংশ কেটে গেলে স্থানীয়রা দ্রুত চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
উল্লেখ, উপজেলার মুক্তারপুর গাংপাড়া গ্রামের আনজেরুল এর ছেলে জুয়েলের সাথে চারঘাট সদর হঠাৎপাড়া গ্রামের কালামের মেয়ে মুখলেছা খাতুনের প্রায় ৪ বছর আগে বিবাহ হয়।
মুখলেছা প্রায় ২ মাস আগে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরিতে যোগদিয়ে কিছুদিন আগে ছুটিতে নিজ বাড়িতে আসেন।

দৈনিক চারঘাট ইউটিউব চ্যানেলে SUBSCRIBE করুন।