জলবায়ু বিচার এখনই, এটা ন্যায্যভাবে করা যায়। এই প্রতিবাদ্য সামনে রেখে রাজশাহীর চারঘাটে বিশ্ব ন্যায্য বানিজ্য দিবস পালিত হয়েছে।
১৪ মে শনিবার সকালে সারদা থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটি ডিএস উদ্যোগে সোয়ালোজ চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোয়ালোজ হলরুম সেন্টারে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সারদা থানাপাড়া সোয়ালোজ এর হস্তশিল্প প্রয়োজক রিলেশন ম্যানেজার জান্নাতুন মুনতাহেরা ইলা, হিসাব রক্ষক কর্মকর্তা নুরুল ইসলাম, গ্রাম উন্নয়ন প্রকল্প মাহফুজ তামিম, হস্তশিল্প মফজ্জল হোসেন, জহির হোসেন বাবু, অপু ও লিনা আকতারসহ বিভিন্ন কর্মকর্তা ও নারী সদস্যবৃন্দ।

দৈনিক চারঘাট ইউটিউব চ্যানেলে SUBSCRIBE করুন।