
রাজশাহীর চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ পাচঁ মামলার আসামীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা উত্তরপাড়া গ্রামের মৃত মহল আলীল ছেলে ইমান আলী (৪৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপপরিদর্শক ওসমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে চামটার চৌদ্দ মাথার মোড়ে আকবরের দোকানের পাশে^ থাকা আসামী ইমানকে আটক করা হয়।

তাৎক্ষনাত আসামীর পকেটে ও কোমরে তল্লাশি করে ২ শত গ্রাম হেরোইন ও ৫ শত পিচ ইয়াবাসহ তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ পাচঁ মামলার আসামী ইমানকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয় জানান ওসি।

দৈনিক চারঘাট ইউটিউব চ্যানেলে SUBSCRIBE করুন।