চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১০৬

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১০৬
ShopDeal eCommerce Zone

গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো সাতজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১০৬ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৬৪ জনের আর ২০২১ সালে মারা যায় ১০৫ জন। ২০২০ সালে মারা গিয়েছিল সাতজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এই একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৭ হাজার ৮০২ জন।

গত এক দিনে মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের। শুধু রাজধানীর স্কয়ার হাসপাতালেই মারা গেছে পাঁচজন। শিশু হাসপাতালে একজন এবং শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন।

-জীবন আর্ট এন্ড ডিজিটাল সাইন

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর মধ্যে ৫৬৫ জন ঢাকার। বাকি ২৯৯ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৯৬ জন চট্টগ্রাম বিভাগের।

পড়ুনঃ-  শীতে কাঁপছে কুড়িগ্রাম, হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮০২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৪ হাজার ৩৯২ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বাধিক আটজন মারা গেছে গত ১৩ অক্টোবর, ছয়জন মারা গেছে ১৫ অক্টোবর আর গতকাল মারা গেছে সাতজন।

পড়ুনঃ-  সব দায়িত্ব যথাযথভাবে পালন করেছি বললেন নূরুল হুদা

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৬ জন মারা যাওয়ার মধ্যে ৫১ জন মারা গেছে অক্টোবরের প্রথম ১৮ দিনে। জুন মাসে মারা গেছে একজন, জুলাই মাসে ৯ জন, আগস্ট মাসে ১১ জন এবং সেপ্টেম্বরে ৩৪ জন মারা গেছে।

-মেডিনোভা ডায়াবেটিকস এন্ড ডায়াগনস্টিক সেন্টার

দৈনিক চারঘাট ইউটিউব চ্যানেলে SUBSCRIBE করুন।