
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আনা মো. রাসেল (৩২) নামে এক আসামির বিরিয়ানির প্যাকেট থেকে গাঁজা উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় মেট্রো হাজতখানায় এই ঘটনা ঘটে।
মো. রাসেল নগরের কর্ণফুলী থানার ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
আদালতের মেট্রো হাজতখানার ইনচার্জ আতিকুর রহমান বলেন, কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসেন মো. রাসেল। হাজিরা শেষে তাকে নিচতলায় হাজতখানায় আনা হয়।

হাজতখানায় ঢোকার সময় এক ব্যক্তি তাকে বিরিয়ানির প্যাকেট দিয়ে দ্রুত পালিয়ে যান। এ সময় পাহারায় থাকা কনস্টেবল বিকাশ চন্দ্র সাহার সন্দেহ হয়। পরে প্যাকেট খুলে তিনি চার পুরিয়া গাঁজা পান।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসা এক আসামির বিরিয়ানির প্যাকেট থেকে গাঁজা উদ্ধার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

দৈনিক চারঘাট ইউটিউব চ্যানেলে SUBSCRIBE করুন।