
গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিতাস। রাজধানীবাসীর রান্নার এক চুলা ২ হাজার এবং দুই চুলা ২ হাজার ১০০ টাকা করার পক্ষে প্রতিষ্ঠানটি।
বুধবার (২৩ মার্চ) সকালে গণশুনানিতে ১১৭ শতাংশ দর বৃদ্ধির সুপারিশ করে তিতাস। একই হারে বাড়তি দরের প্রস্তাব সিএনজি, কলকারখানাসহ অন্যান্য খাতের জন্যও।
শুনানির শুরুতে বিইআরসি চেয়ারম্যান বলেন, গ্যাসের দাম বাড়লে সব ক্ষেত্রেই তার প্রভাব পড়বে। তাই যৌক্তিকতা বিবেচনার আহবান জানান তিনি।


দৈনিক চারঘাট ইউটিউব চ্যানেলে SUBSCRIBE করুন।