এবার চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সামিরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার সন্ধ্যায় তার করোনা শনাক্তের বিষয়টি জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও সৈয়দা সামিরা দৈনিক চারঘাটকে জানান, কিছু সময় ধরে অসুস্থতা বোধ করলে ২২ জানুয়ারি শনিবার টেস্টের জন্য নমুনা জমা দিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়।
পরে রবিবার সন্ধ্যায় করোনা পজিটিভের বিষয়টি জানতে পারি। এরপর থেকে নিজ বাসাতেই আইসোলেশনে আছি।
তিনি বলেন, ক্রিটিকাল কোনো শারীরিক জটিলতা না থাকলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে যাচ্ছি। এসময় সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান তিনি।
একইসাথে করোনা মোকাবিলায় সবাইকে সরকারি সিদ্ধান্ত ও স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান এই কর্মকর্তা।