এক লাফে সোনার দাম বাড়ল ৪ হাজার টাকা

এক লাফে সোনার দাম বাড়ল ৪ হাজার টাকা
ShopDeal eCommerce Zone

চার দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তি থাকায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শ‌নিবার (২১ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (২২ মে) থেকে এ নতুন দাম কার্যকর হবে।

ভা‌লো মা‌নের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়া‌নো হ‌য়ে‌ছে। ফ‌লে দে‌শে প্রতি ভ‌রির সোনার দাম বে‌ড়ে ৮২ হাজার ৪৬৪ টাকা দাঁড়িয়েছে। যা এতদিন ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা।

-জীবন আর্ট এন্ড ডিজিটাল সাইন

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৫৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫৬ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পড়ুনঃ-  এবার বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ

এর আগে গেল ১৭ মে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ২৬৫ টাকা দাম নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেটের ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৫৩ হাজার ৩৬৩ টাকা।

-মেডিনোভা ডায়াবেটিকস এন্ড ডায়াগনস্টিক সেন্টার

দৈনিক চারঘাট ইউটিউব চ্যানেলে SUBSCRIBE করুন।